ওয়াকফ আইন, ১৯৯৫ বাতিলের দাবিতে মামলা দায়ের হল এলাহাবাদ হাইকোর্টে। এই মামলার ভিত্তিতে দেশের অ্যাডভোকেট জেনারেল এবং অ্যাটর্নি জেনারেলের কাছে এ বিষয়ে জবাব চেয়ে পাঠিয়েছে আদালত। প্রসঙ্গত, মামলাটি দায়ের করেছেন আশিস তিওয়ারি নামে এক ব্যক্তি। তাঁর হয়ে মামলা লড়ছেন, আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন।
দায়ের করা পিটিশনে মামলাকারী দাবি করেন যে ওয়াকফ আইনের বেশ কিছু ধারা সংবিধানের ১৪ নং অনুচ্ছেদ, ১৫নং অনুচ্ছেদ, ২৫নং অনুচ্ছেদ, ২৬নং অনুচ্ছেদ, ২৭নং অনুচ্ছেদ এবং ৩০০এ-এর বিরোধী। তাই এই ওয়াকফ আইন বাতিল করার নির্দেশ দিক আদালত, এমন দাবি করা হয়েছে পিটিশনে।
পিটিশনে এটাও জানানো হয় যে ওয়াকফ আইনের আওতায় ওয়াকফ বোর্ডকে এমন সব সুবিধা এবং ক্ষমতা দেওয়া হয়েছে, যেগুলি সংবিধানের মতের বিরোধী। ওয়াকফ বোর্ড শুধুমাত্র ওয়াকফ আইনের দৌলতে যা যা ক্ষমতা ভোগ করে, তার ছিটেফোঁটাও ক্ষমতা ও অধিকার নেই দেশের অন্য ধর্মালম্বী মানুষদের দ্বারা পরিচালিত মঠ, আশ্রম, ট্রাস্ট-এর। আর এটি সরাসরি হিন্দু সম্প্রদায়ের প্রতি বৈষম্যের প্রমান।
আপাতত দেশের অ্যাডভোকেট জেনারেলকে মতামত জানানোর নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি জে জে মুনির এবং প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত মামলার শুনানি স্থগিত রাখার নির্দেশও দিয়েছে বেঞ্চ।