দেশব্যাপী প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতির মধ্যেই জম্মু কাশ্মীর পুলিশ শ্রীনগর থেকে জৈশ-ই-মোহাম্মদের পাঁচজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই সন্ত্রাসবাদীরা বড়সড় হামলার পরিকল্পনা করছিল। সন্ত্রাসবাদীদের এই ঘৃণ্য পরিকল্পনার সূচনা পাওয়া মাত্রই পুলিশ এবং সুরক্ষা বাহিনী একযোগে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে । সন্ত্রাসবাদীদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সন্ত্রাসবাদীরা এর আগে শ্রীনগরের বিভিন্ন এলাকায় গ্রেনেড হামলার সঙ্গেও জড়িত ছিল বলে অভিযোগ ।
বুধবার কিস্তওয়ারে হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার, সংঘ তথা বিজেপি নেতাদের হত্যাকারী হারুন আব্বাস ওয়ানী ডোডা জেলার গুন্ডনা টাণ্টনা এলাকায় পুলিশি লড়াইয়ে নিহত হয়েছে। আর এক সন্ত্রাসবাদী অকুস্থল থেকে পালিয়ে গেছে, তার খোঁজে তল্লাশি চলছে। পুলিশ নিহত সন্ত্রাসবাদীর কাছ থেকে একটি একে ৪৭, তিনটি ম্যাগাজিন, একে ৪৭ এর ৭৩ রাউন্ড গুলি , একটি চীনা গ্রেনেড এবং একটি রেডিও উদ্ধার করেছে। হারুনের উপর ছিল ১৫ লক্ষ টাকার পুরষ্কার ঘোষনা করা হয়েছিল । হারুন কয়েক দশক ধরে কিস্তওয়ারের সক্রিয় জঙ্গি জাহাঙ্গীর সরুরির ঘনিষ্ঠ ছিল। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে ডোডা জেলার গুন্ডনা টাণ্টনা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পাওয়া গেছিল ।
এ নিয়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। এসময় সুরক্ষা বাহিনীর সঙ্গে হারুনের লড়াই শুরু হয়। এই লড়াই দীর্ঘসময় ধরে চলেছিল এবং বুধবার সকাল সাড়ে দশটার দিকে সুরক্ষা বাহিনী হারুনকে নিকেশ করে। তার সঙ্গে আরেকজন জঙ্গি অকুস্থলে উপস্থিত ছিল, তবে তীব্র তুষারপাতের মধ্যেই সে পাহাড়ের দিকে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, হারুন হিজবুল মুজাহিদিনের এ + প্লাস ক্যাটেগরির সন্ত্রাসবাদী ছিল। পলাতক সন্ত্রাসবাদীকে গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান চলছে ।