স্পেশাল ট্রান্সফার নামক যে কোটি কোটি টাকার ইন্ডাষ্ট্রি চলেছে তার একটা ছোট্ট গল্প শুনলাম আজ।
কয়লা, বালি,গরু পাচার এসব শিল্পের জন্য কত কত সি বি আই বসে, ED তদন্ত করে। লালা ধরা পড়ে, অনুপ মাঝি বিখ্যাত হয়ে যায়, বিনয় মিশ্র পালিয়ে যায়, এনামুল গারদের পেছনে লুকায়।মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা খবর হয়।
কিন্তু একবার যদি তদন্ত করা যেত তাহলে দেখা যেত এই স্পেশাল ট্রান্সফারের নামে কয়েক হাজার কোটি টাকার অবৈধ ব্যবসা হয়েছে। কোন খবর হল না,নীরবে কোটি কোটি টাকার ঘাবলা হয়ে গেল।
আজ একজন শিক্ষকের গল্প শুনলাম। গল্প নয় ছোট গল্প,ছোট শিল্প। উনি নিজে আড়াই লাখ দিয়ে ট্রান্সফার নিয়েছেন পরে সেই যোগাযোগে আরো ৫ জনের ট্রান্সফার করিয়ে দিয়েছেন একেক জন তিন লাখ করে। অর্থাৎ উনি একেক জনের থেকে ৫০ হাজার রেখেছেন, ৫ জনের থেকে আড়াই লাখ।
কারা যেন বলে মাস্টার রা বেওসা করতে পারে না। এ তো পুরো পয়সা উশুল।
দাবী : শেষ ১০০০ স্পেশাল ট্রান্সফারের সি বি আই তদন্ত হোক।
১০০০ গুন ২৫০০০০… কোথায় লাগে কয়লা, গরু, বালি। সরস্বতীতেই তাবৎ লক্ষ্মী।
সজল