তুমি আর্মিকে বল রেপিস্ট,
টেররিস্টকে বল কমরেড।
তোমার ব্রেকফাস্ট স্টারবাক্সে,
আর আমলাশোলে খালিপেট।
তুমি মাদুর্গাকে বেশ্যা বলে
শিবলিঙ্গে পরাও কন্ডোম।
তোমার ব্রেনওয়াশে বাঙালির আজ
স্টকহোমের সিনড্রোম।
সিনড্রোম, সিনড্রোম।
তুমি ক্যান্সার হয়ে, ছড়িয়ে পড়ে,
সবকিছু শেষ করেছ।
মানুষের চোখে ঠুলি বেঁধে তুমি
কঙ্কালস্তুপ গড়েছ।
তোমার কোনকিছুতেই,
কোনকিছুতেই,
কোনকিছুতেই ভুলব না আর,
যথেষ্ট জানি সত্যিটা কী,
মানুষ এবার জাগবে।
চীন-পাকিস্তান হবে না,
এটা ভারতবর্ষ থাকবে।
তুমি মিথ্যেগুলোকে
থিয়েটারে গানে,
ন্যারেটিভ বলে বেচবে।
তুমি সবাইকে খুব
ফ্যানাটিক বলে,
আব্বাসের হাত ধরবে।
আমি সাঁইবাড়ি থেকে নেতাই,
তোমার গণতন্ত্র দেখেছি।
সেই বিজন সেতুর লাশেতে,
মরিচঝাঁপিকে পুড়তে দেখেছি।
তুমি মানুষের কাজ চাও না,
তাই কোন শিল্পই রাখোনি।
তুমি কৌটো নাচাতে ব্যস্ত,
দেশের পক্ষে কখনো থাকোনি।
তুমি বিরোধীমতকে গলা টিপে ধরে,
ফ্যাসিস্ট দাগিয়ে মেরেছ।
তুমি অনিতা দেওয়ান, তাপসী মালিক,
শুধু তাচ্ছিল্যই করেছ।
যব সামনে কালে কোহরে ছায়ে,
সুরজ কি অঔর উড় জায়েঙ্গে,
হাম জিয়েঙ্গে… হাম জিয়েঙ্গে…
তুমি ক্যান্সার হয়ে, ছড়িয়ে পড়ে,
সবকিছু শেষ করেছ।
স্বামীজীকে নিয়ে পর্ন লিখে,
নিজের পরিচয় তুলে ধরেছ।
তোমার কোনকিছুতেই,
কোনকিছুতেই,
কোনকিছুতেই ভুলব না আর,
যথেষ্ট জানি সত্যিটা কী,
মানুষ এবার জাগবে,
চীন-পাকিস্তান হবে না,
এটা ভারতবর্ষই থাকবে।🇮🇳🙏
নিজেদেরমতোনিজেদের_গান
novote4left
copied