ভারতে করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়ছে। ভীষণ খারাপ অবস্থা মহারাষ্ট্রে, মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে করোনার বাড়বাড়ন্ত যেমন অব্যাহত, তেমনই মারণ এই ভাইরাসে সংক্রমিত রোগীর মৃত্যুও হচ্ছে। কিন্তু, মানুষের তাও হুঁশ ফিরছে না বাণিজ্যনগরী। কারও মুখে মাস্ক দেখাই যাচ্ছে না, সামাজিক দূরত্ব বিধি মেনে চলা তো দূরের কথা! করোনার বাড়বাড়ন্তের মধ্যেও মুম্বইয়ের দাদরের সব্জি মার্কেটে সোমবার সকালে মাত্রাতিরিক্ত ভিড় লক্ষ্য করা গিয়েছে। ব্যাপক ভিড় সত্ত্বেও অনেককেই মাস্ক পরতে দেখা যায়নি।
করোনা সংক্রমণ রুখতে কঠোর হয়েছে মহারাষ্ট্র সরকার। দিনের বেলা ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। এ ছাড়াও রবিবার সন্ধ্যা ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত সিআরপিসি-র ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু, সরকারি নির্দেশকে অমান্য করেই সোমবার সকালে দাদরের সব্জি মার্কেটে ভিড় জমান মানুষজন। উল্লেখ্য, রবিবারই মুম্বইয়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১,১৬৩ জন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের।
2021-04-05