লাভ জিহাদের শিকার হয়ে নদীয়া জেলার এক হিন্দু তরুণী হারিয়ে গেলেন হিন্দু সমাজ থেকে। ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর ওই তরুণীর নতুন নাম মুসকান সিদ্দিকা। ওই হিন্দু তরুণীর বাড়ি তেহট্ট থানার অন্তর্গত ভবানীপুর গ্রামে। সে গত ৭ই অক্টোবর তাঁর প্রেমিক সোহেল রানা শেখের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয় সে এবং তাঁর নতুন নাম হয় মুসকান সিদ্দিকা। ওই হিন্দু তরুণীর পিতা করিমপুর থানায় একটি FIR দায়ের করেছেন, যার নম্বর ২৪৪/১২-১০-২০। মেয়েটির পিতা ওই যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্তের বিরুদ্ধে IPC ৩৬৩ ও ৩৬৫ ধারায় মামলা দায়ের করেছে।
লাভ জিহাদ পশ্চিমবঙ্গের এক জ্বলন্ত সমস্যা। এর ফাঁদে পড়ে হাজার হাজার হিন্দু মেয়ে হিন্দু সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। প্রেমের মোহে ইসলামে ধর্মান্তরিত হয়ে গেলেও, এদের অধিকাংশের ভবিষ্যৎ খুব একটা সুখের নয়। কিন্তু যখন কোনো প্রাপ্তবয়স্ক মেয়ে নিজের ইচ্ছায় কোনো অন্য ধর্মের যুবককে বিয়ে করে ধর্মান্তরিত হয়, তখন কিছুই করার থাকে না। একমাত্র ধর্মান্তরণ বিরোধী আইন পাস হলেই এই সমস্যার সমাধান সম্ভব বলেই মনে করা হচ্ছে।