বলিউডের এমন খ্যাতির পিছনে সবচেয়ে বেশি অবদান মুসলিমদের। এমনই মন্তব্য করলেন এনসিপি নেতা শরদ পাওয়ার। নাগপুরে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে এখন রীতিমত শুরু হয়েছে শোরগোল।
বিদর্ভে কিছু মুসলিম বিদ্বজনের সঙ্গে বৈঠকে বসেন শরদ পাওয়ার। সেখানে তিনি বলেন, ‘আমাদের দেশের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হলো মুসলিম সম্প্রদায়। বর্তমানে এমন একটি পরিবেশের সৃষ্টি হয়েছে যেখানে মনে হচ্ছে তাদের কোন কিছু প্রাপ্য ছিল না। আমাদের কাজ হবে সেই সকল মানুষদের কাছে তাদের প্রাপ্য টুকু পৌঁছে দেওয়া’।
এরপরই আসে বলিউডের প্রসঙ্গ। মুসলমানদের প্রশংসা করে তিনি বলেন, ‘মুসলমান সম্প্রদায়ের মানুষেরা কবিতা, গান, শিল্পে খুবই এগিয়ে। সারা পৃথিবীর লোক জানেন বলিউডকে শিখরে পৌঁছে দেওয়ার জন্য মুসলমানদের অবদান অনস্বীকার্য’। পাশাপাশি তার আরো বক্তব্য, ‘মুসলমানদের মধ্যে ক্ষমতা ও দক্ষতা দুই আছে। তাদের দরকার সঠিক পরিমাণ সমর্থন ও সুযোগ’।