নির্বাচনের ফল প্রকাশের পরেই বিজেপি-র টাউন সভাপতির বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটল মুর্শিদাবাদের কান্দিতে। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা।
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত ১১টা নাগাদ কান্দির বাঘডাঙা এলাকায় কান্দি টাউন বিজেপি সভাপতি বিনিতা রায়ের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। একটি বোমা ফাটলেও আরও একটি তাজা বোমা উদ্ধার হয় ঘটনাস্থল থেকে।
এই প্রসঙ্গে বিনিতার অভিযোগ, ‘‘ভোটের ফল প্রকাশের পরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের একটা দল হামলা চালায়। আমার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়। আমি পুলিশে খবর দিই। কোনও রকমে আমরা প্রাণে বেঁচেছি। ভোট মিটতে না মিটতেই সন্ত্রাস শুরু করেছে তৃণমূল।’’
অবশ্য স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এর সঙ্গে তাদের দলের কেউ যুক্ত নন। স্থানীয় মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ থেকেই এই ঘটনা ঘটেছে।
বোমাবাজির খবর পেয়ে কান্দি থানার আইসি সুভাষ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তাঁরা গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখেন। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ।