জম্মু (Jammu) ও কাশ্মীরের (Kashmir) বান্দিপোরায় তরুণ বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি, তাঁর বাবা ও ভাই খুনের ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। কাশ্মীর রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, বিজেপি নেতা ও তাঁর পরিবারের সদস্য খুনের ঘটনায় লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের হাত রয়েছে। আইজিপির মতে, পূর্ব-পরিকল্পনা করেই হামলা চালানো হয়েছে। একই সঙ্গে আইজিপি জানিয়েছেন, বুধবার রাতে হামলার সময় ওয়াসিমের জন্য নিযুক্ত নিরাপত্তারক্ষীরা কেউই তাঁর কাছে ছিলেন না। কর্তব্যে গাফিলতির জন্য ১০ জন নিরাপত্তারক্ষীর ওই দলকে কাজ থেকে ছুটি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, ১০ জন নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে তদন্তও শুরু করা হয়েছে।
আইজিপি এদিন জানিয়েছেন, সেনাবাহিনী এবং সিআরপিএফ অফিসারদের উপস্থিতিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি আমরা। হামলা চালিয়েছে দু’জন লস্কর জঙ্গি, তাদের মধ্যে একজন স্থানীয়, অপরজন বিদেশি। স্থানীয় লস্কর জঙ্গির নাম আবিদ। বিজেপি নেতা, তাঁর বাবা এবং ভাইকে লক্ষ্য করে আবিদই গুলি চালিয়েছিল।
প্রসঙ্গত, বুধবার রাত ন’টার সময় বান্দিপোরার মুসলিমবাদ এলাকায় একটি দোকানের বাইরে বসেছিলেন বিজেপি নেতা ওয়াসিম ও তাঁর ভাই উমর বারি ও বাবা বশির আহমেদ। সেখানেই তাঁদের উপর হামলা চালায় জঙ্গিরা। বান্দিপোরা জেলা হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খুব কাছ থেকে প্রত্যেকের মাথায় গুলি করা হয়েছিল। যার জেরেই মৃত্যু হয়েছে।