সম্প্রতি এনআইএ অভিযান চালায় দিল্লির দুই জায়গা সহ উত্তরপ্রদেশে। এই তল্লাশিতে ধরা পড়ল নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস-এর এক সক্রিয় সদস্য। কেন্দ্রীয় সংস্থার এক আধিকারিক এই খবরটি সুনিশ্চিত করেছেন।
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি-র তরফে তদন্তটি চালানো হয় বুধবারে। এই দিন তল্লাশি অভিযান শুরু করার পরে মোবাইল ফোন, ল্যাপটপ ও পেনড্রাইভ ছাড়াও উদ্ধার হয় এনআইএ আইইডি এবং বিস্ফোরক তৈরির করার একাধিক মডিউল। দাবি, দেশের একাধিক জায়গায় বিস্ফোরণের পরিকল্পনা ছিল। যদিও, এনআইএ-এর উদ্যোগে সেই পরিকল্পনা বানচাল হয়ে যায়।
সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, “উত্তর প্রদেশের বারাণসির বাসিন্দা বাসিত কালাম সিদ্দিকী (২৪) নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস)এর সক্রিয় সদস্য। ভারতে দেশবিরোধী নানান কার্যকলাপে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন”। তিনি আরও বললেন, “আফগানিস্তানে অবস্থিত আইএসআইএস জঙ্গিদের নির্দেশে, সে বিস্ফোরক ‘ব্ল্যাক পাউডার’ সহ আইইডি বিস্ফোরক তৈরিতে প্রাণঘাতী রাসায়নিক পদার্থ তৈরির কাজেও সিদ্ধহস্ত ছিল”।