শফিকুল ইসলাম, আরামবাগ টিভি। এই লোকটিকে ধারাবাহিকভাবে দেখে ওনার ভক্ত হয়ে যেতে ইচ্ছা হচ্ছে। ক্ষমতায় থাকা শাসকের এগেনস্টে এরকম ধক নিয়ে একের পর এক স্পষ্ট আক্রমণাত্মক সাংবাদিকতার উদাহরণ খুবই কম দেখেছি। ওনার রিপোর্টিং দেখেছেন আপনারা ? প্রণাম করতে মন চাইবে। মমতার ভুল চণ্ডীপাঠ বই থেকে তুলে লাইন বাই লাইন পড়ে ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। হুমায়ূন কবির এর সম্পত্তির হিসাব analysis করে দেখিয়েছেন। প্রকৃত investigative journalist…. ব্যক্তিগত ভাবে আমি মানি করি সাংবাদিকদের উচিৎ নিরপেক্ষ ভাবে খবর করা…. সাদা কে সাদা আর কালো কে কালো বলাই তাদের কাজ…..আর কোনো বড় মিডিয়া হাউসে কাজ না করেও নিজের শিরদাঁড়া টা শক্ত রেখে একক প্রয়াসে এই জায়গায় এসেছেন উনি …. আশা করি বিজেপি ক্ষমতায় আসলেও উনি পাল্টাবেন না …. একই ভাবে আমাদের সরকারের ভুল গুলো তুলে ধরবেন ….হ্যা, ওনাকে এই জায়গায় আসার জন্য কখনো টোপর নিয়ে বর সেজে প্রান্ক করতে হয় নি …..
জোকারদের কি সাংবাদিক হওয়া মানায় ????