বামপন্থাই কি বেসরকারিকরণের দিশারী?

তথাকথিত বিশুদ্ধ বামপন্থী সুজন চক্রবর্তী তীব্র বেসরকারিকরণের বিরোধী অথচ নিজে করোনা আক্রান্ত হয়ে‌ বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন, জ্যোতি বসু থেকে আজকের সুজান চক্রবর্তীর সরকারি কোষাগারের টাকায় বেসরকারি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ ইহা নিরবিচ্ছিন্ন বামপন্থী নিয়মানুবর্তিতা মাত্র।

প্রশ্ন তাদের ব্যয় করা অর্থ নিয়ে নয়; প্রশ্ন তাঁদের দ্বিচারিতা নিয়ে, প্রশ্ন তাঁদের সাধারণ জনমানসে বিভ্রান্তি সৃষ্টিকারী ভাঁওতাবাজি নিয়ে!

একবার ভাবুন যাঁরা শ্রমজীবীদের Indirect Tax এর টাকায় নিজেরা‌ মোটা টাকার বেসরকারি পরিষেবা নেন,
যাঁরা Train এর উন্নত পরিষেবার জন্য Sleeper Class এ ২ টাকা ভাড়া বৃদ্ধির জন্যও বিরোধিতায় সংসদ ফাটান, তাঁরাই দিল্লি ট্রেনের বদলে বিমানে যাতায়াত করেন এবং প্রকারান্তরে এরাই পরিষেবার মান খারাপ করে সরকারি ক্ষেত্রের বেসরকারিকরণ‌ এর পথ প্রশস্ত করেন।

অপরদিকে শিক্ষার বেসরকারিকরণের বিরুদ্ধে যে সুজানবাবুরা গলা ফাটিয়ে বেড়ান, তাঁদের সময়কালেই ৫২% শিশু বেসরকারি শিক্ষার আওতায় চলে গিয়েছে জ্যোতি বসুদের আপন জীবনদর্শনের পথপ্রদর্শনে, যেখানে ৭০ এর দশকেও মাত্র ৩% শিশুই বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা করতো।ফলে এদের পথে চললে শিক্ষার সামগ্রিক বেসরকারিকরণ‌ শুধু সময়ের অপেক্ষামাত্র।

আর হ্যাঁ, Disinvestment আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি এবং বিশ্বাস করি সরকারের কাজ দেশের সমগ্ৰ নাগরিকসমাজকে দুধেভাতে রাখা, আপামর শ্রমজীবীদের Indirect Tax এর টাকায় কতিপয় সরকারি কর্মীদের সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া নয়। সরকারের কাজ বিভিন্ন PSU স্থাপন করে ব্যবসা করাও নয়, বরং সরকারের কাজ প্রতি সেক্টর এ সরকারি ব্যবস্থাপনায় শক্তিশালী রেগুলেটর বানিয়ে সজাগ দৃষ্টি রাখা যাতে নাগরিকস্বার্থ সুরক্ষিত থাকে। সাথে সাথেই সরকারের কাজ এমন পরিবেশ সৃষ্টি করা যাতে স্বদেশীয় কোম্পানিগুলো Global Brand হয়ে ওঠার উপযুক্ত সুযোগ পায় যাতে সরকারি কোষাগার পরিপূর্ণ হয়ে‌ ওঠে এবং নাগরিকদের করের বোঝা লাঘব হয়।

একটি উদাহরন দিই;
আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে সাধারণ শ্রমজীবি মানুষের করের টাকায় এয়ার ইন্ডিয়া এর এলিট ক্লাস যাত্রীদের (Mostly Businessman & Politician) সাবসিডি প্রদান যুক্তিযুক্ত, যে Air India সাধারণ নাগরিকদের থেকে বেসরকারি বাজেট এয়ারলাইনসগুলোর তুলনায় প্রায় ডাবল ভাড়া‌ নেয়!
আবার বেসরকারি বিমানসংস্থাগুলোতে কর্মসংস্থান হয়েছে Air India এর ৩০ গুণ।
অন্যদিকে লকডাউনে যাত্রীদের টাকা ফেরাতে ঐ Air India কর্মীদের গাজোয়ারির কারণেই সাধারণ নাগরিকরা যতটা Harass হয়েছে, ইন্ডিগো, Spicejet এ তার থেকে তুলনামূলকভাবে অনেক সহজে এবং তাড়াতাড়ি Refund হয়েছে।

আচ্ছা আপনি কি BSNL এর Tariff সর্বনিম্ন হলেও BSNL Connection ব্যবহার করবেন?

আসলে গলৎটা অন্যত্র;
যে সরকারের কাজ শক্তিশালী নিয়ামক সংস্থা হওয়া তাঁরাই ব্যবসা করতে নেমেছেন, এখন নাগরিক হয়রানির ক্ষেত্রে সরকার নিজের বিরুদ্ধেই অতি কঠোর হওয়াটা কি বাস্তবোচিত? ফলতো সর্বত্র কোর্ট এর দখলদারিত্বই একমাত্র নাগরিক ভরসাস্থল হয়ে উঠেছে আর প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারে যেকোন গণতান্ত্রিক কাঠামোই তার জৌলুস হারায়। স্বাভাবিকভাবেই PSU এর উপর সাধারণ নাগরিকদের বিশ্বাস উঠে যায় এবং রুগ্ন অলাভজনক হয়ে সেই PSU হয় উঠে যায় অথবা সরকারি কোষাগারের বিপুল অর্থব্যয়ে সেই সংস্থার কর্মীদের সুনিশ্চিত বেতনের ব্যবস্থা করা হয়

একটু ভেবে দেখুন সমাজকল্যাণের নামে সাধারণ শ্রমজীবি মানুষের অপ্রত্যক্ষ করের টাকায় ‌ভরে ওঠা সরকারি কোষাগারের এমন যথেচ্ছ অপচয় আমাদের পরবর্তী প্রজন্মকে সুখকর ভবিষ্যতের দিকনির্দেশ করবে কি?

নাকি সমাজকল্যাণের নামে যে অলীক “সোনার পাথরবাটির” স্বপ্নে আমাদের বিভোর করে Disinvestment কথা উঠলেই Disinvestment এবং বেসরকারিকরণের পার্থক্যগুলো গুলিয়ে দিয়ে যে ভুতের ভয় দেখানো হয় সেই Propaganda ই সামগ্রিক বেসরকারিকরণের প্রধান দিশারী।

শিবাশীষ বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.