যদি তুমি মহিলা হও তাহলে আমিও পুরুষ, যদি তুমি মানুষ হও তাহলে আমিও মানুষ।।

যদি তুমি মহিলা হও
তাহলে আমিও পুরুষ,
যদি তুমি মানুষ হও
তাহলে আমিও মানুষ।।

(গ্রামের ছেলের সোজাসাপ্টা কথা, ওতো ভন্ডামি বুঝি না)

আজ মহাযুদ্ধের ওপেন ফোরামে মোমিনালিসা আশা করি খুব ভালো করে বুঝতে পেরে গেছেন, যে, দিলীপ ঘোষ কি জিনিস। হ্যাঁ। দিলীপ ঘোষ নামক ব্যক্তিটিকে এই কারণেই আমি পছন্দ করি। তিনি তথাকথিত “নেড়ীবাদ” বিরোধী। নাগরিক টু নাগরিক কথার আদানপ্রদানে পরাজিতা হবার সময়ে সম্পূর্ণ অপরিণত বুদ্ধির লেফ্টিস্লামিক মৃতমূলীয় মোমিনালিসারা এইভাবেই পচা দুর্গন্ধময় নেড়ীবাদ টেনে আনেন। দলিত টেনে আনেন। ভীম টেনে আনেন। মীম টেনে আনেন। সংখ্যাঘুঘুতার অসহায়ত্ব টেনে আনেন।

হ্যাঁ। দিলীপ ঘোষ একটাই। দিলীপ বাবু এইভাবেই লাথি মারে তাঁর বক্তব্যের মাধ্যমে। নারী-পুরুষ ব্যতিরেকে। এবং মারবে। এবং তিনি কারোর পরোয়া করে না। বাঁচতে হলে সুস্থ মানসিকতার হোন‌। ঝগড়া ভালো নয় মোমিনা থুক্কু মামুনী!

এই দিলীপ ঘোষকে আমার বিনম্র শ্রদ্ধা। এরকম একজনকেই এখন দরকার হে ভায়া।
নারীবাদের নামে সমগ্র পুরুষজাতিকে ‘মাটিতে পুঁতে দিলে’ দেখবে ডেমন-ইটার ট্রি হয়ে চির-অত্যাচারিত পুরুষজাতি ঠিক জেগে উঠবে এবং দানবী-উদরস্থ করবে সেই বৃক্ষরাজি।

যতোক্ষণ আপনি নাগরিক, আমি নাগরিক হয়ে থাকবো। যখন থেকে আপনি নেড়ীবেশী নেকড়ে, আমি সিংহ হয়ে উঠবো। সিংহী নয় কিন্তু। পুরুষসিংহ।

একমাত্র ইনি পারবেন কলকাত্তাইয়া মাকু, মাকুনিদের দোকান বন্ধ করতে। এটিএম কার্ডের মত মহিলা ভিকটিম কার্ড সোয়াইপ করার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এদের, এনারাই আবার জ্ঞান দেবেন যে নারীবাদ আর লিঙ্গসাম্যতা একই।

(সংগৃহীত::Maarg Sheersh)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.