ছবির লেখাটা দেখে বিশ্বাস করতে পারছেন না তাইতো? অবাক হচ্ছেন? ভাবছেন এ আবার কি ধরনের ইতিহাস, এই ইতিহাস তো আগে শুনিনি।
দোষটা আপনাদের নয়। আসলে এই ধরনের তথ্যগুলি এতদিন মানুষের কাছে তুলে ধরা হয়নি। সেই ইতিহাসই জানতে দেওয়া হয়েছে, যে ইতিহাস জানিয়ে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারে বছরের পর বছর।
তৎকালীন হিন্দু মহাসভা হিন্দু যুবকদের দৈহিক ও মানসিক উন্নতির প্রয়োজনীয়তা অনুভব করে হিন্দু যুবকদের সৈন্যদল গঠন করেন পরাধীন ভারতে। প্রচুর যুবক এই সেনাবাহিনীতে যোগ দেয়। হিন্দু যুবকদের এই মিলিটারাইজেশন পদ্ধতি ভালোমতো প্রসার লাভ করেছিলো সারা ভারতে। এদের অস্ত্রশিক্ষাও দেওয়া হতো। এর ফলে সৈন্যদল একটা সময়ে এসে ইংরেজদেরও চক্ষুশূল হয়ে উঠেছিলো।
এই সৈন্যদলকে বিভিন্ন বিভাগেও ভাগ করা হয়েছিলো, যেমন “রাম সেনা”, “বল সেনা” ইত্যাদি। বল সেনার পোশাকের সাথে RSS এর পোশাকের মিল লক্ষ্য করার মত।
১৯৪৪ সালের ২৫ এ জুন রাত্রে সিঙ্গাপুর থেকে একটি বেতারবার্তায় নেতাজী সুভাষ চন্দ্র বসু এবং রাসবিহারী বসু সাভারকরের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন, এবং ইচ্ছাপ্রকাশ করেন যে তিনি এই হিন্দু যুবকদের সেনাবাহিনী থেকে সৈন্য নিয়ে তাঁর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজে সংযোজন করবেন।
✍️ The Nocturnal Eagle