না কলকাতার কোনো তথাকথিত শিক্ষিত বাবু নন,আর প্রেসিডেন্সি বা স্কটিশ চার্চ এর প্রাক্তনী নন,ইনি গোপীবল্লভপুর এর দিলীপ ঘোষ।সোজা কথা সোজা ভাবে বলতে পারেন,কারণ তিনি জানেন পশ্চিমবঙ্গের প্রাণ ভ্রমরা ওই কফি হাউস বা একাডেমি অফ ফাইন আর্টস এ লুকিয়ে নেই।
তিনি জানেন পশ্চিমবঙ্গ মানে কেবলই কলকাতা নয়, পশ্চিমবঙ্গ মানে গ্রাম বাংলা এবং সেখানকার মানুষজন,যাদের কাছে তিনি নয়নের মণি।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরম্পরা হয়ে গেছিল কলকাতার বাবুদের নিয়ে চাটাচাটি করা আর গ্রামগঞ্জের মানুষগুলোকে ভোটব্যাঙ্ক হিসেবে দেখা কিন্তু দিলীপ ঘোষ সেটার পরিবর্তন করেছেন।
আর তাই হয়তো কলকাতার এলিট বাবুদের তার কথাবার্তা শুনতে কষ্ট হবে,কিন্তু কিছু করার নেই উনি এভাবেই চলবেন।
যেখানে প্রতিদিন কর্মীদের দেহ পাওয়া যাচ্ছে,বৃদ্ধ মাকে হত্যা করা হচ্ছে সেখানে সেই হত্যাকারীদের দিলীপ ঘোষ মিষ্টি খাওয়ান না,একটা মারলে দুটো মারার কথা বলেন।
তিনি সোজাসাপ্টা মানুষ,সংসারের সমস্ত মায়া ত্যাগ করে দেশের,সমাজের সেবায় সম্পূর্ণ জীবনটা দিয়েছেন।এই “ন্যাকা অশ্লীল মামনিরা” কি বুঝবেন এর মহত্ত্ব!ওনারা ক্যামেরার সামনে অশ্লীলতা করতে থাকুন আর গ্রাম বাংলার মানুষের কাছে প্রিয় দিলীপ দা আরও প্রিয় হয়ে উঠুন।
আমি বিজেপি কর্মী নই । কিন্তু এই মানুষটাকে যতবার দেখি প্রণাম করতে ইচ্ছে করে। ভালো থাকবেন দিলীপ দা। আপনারা জন্য একরাশ ভালোবাসা ও শ্রদ্ধা 🙏
মৃণ্ময় দাস