কি অসম্ভব উপকার করেছে দেখেছেন সৌদি আরব? ৮০ মেট্রিক টন অক্সিজেন দিয়েছেন করোনা মোকাবিলার জন্য!
আচ্ছা, এইসব খবরে আপনি হয়তো ভাবছেন এটা সত্যিই বিশাল উপকার। ৮০ মেট্রিক টন মানে ৮০ হাজার লিটার। একটা উদাহরণ দিলে বুঝবেন। হাইওয়েতে একটা তেলের লরি গুলো যায় দেখেছেন? ওতে মিনিমাম ২০ হাজার লিটার তেল ধরে। সহজ গড়পড়তা হিসাবে মাত্র ৪ ট্রাক অক্সিজেন দিয়েছে, তাও একবারের জন্য। যেখানে ভারত দৈনিক অক্সিজেন উৎপন্ন করে ৭০০০ মেট্রিকটনের বেশি। ভারতের মতো দেশের পক্ষে একবারের জন্য দেওয়া ৮০ মেট্রিকটন আদৌ গণনার মত সংখ্যা বলে আপনার মনে হয়। ওটা নস্যও নয়।
যাকগে, ছেড়ে দিন। একবারের জন্য ৮০ মেট্রিকটন অক্সিজেন দেওয়া সৌদি আরবকে মাথায় তুলে নাচছেন। ভাল কথা। কিন্তু যে রিলায়ন্স আর মুকেশ আম্বানীকে দিন রাত্রি গাল দেন, সেই আম্বানী প্রতিদিন ৭০০ মেট্রিকটন অক্সিজেন ডোনেট করছেন। টাটা, এবং মিত্তল গোষ্ঠি অন্তত ২০০ মেট্রিকটন করে অক্সিজেন দিচ্ছে। জিন্দাল দিচ্ছে ১৮৫ মেট্রিকটন। আরো অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে পরিমাণ অক্সিজেন দেশের জন্য ডোনেট করছে তার পরিমাণ সৌদি আরবের দেওয়া ৮০ মেট্রিকটনের চাইতে অনেক বেশি।
বড় বড় নামগুলো ছেড়েই দিন। রিমঝিম ইস্পাত কারখানার নাম শুনেছেন? সম্ভবত আপনি আমি কেউই শুনিনি..এর মালিক মনোজ গুপ্তা, তার নামও নিশ্চয়ই শুনিনি কেউ । তিনি প্রতিদিন ১০০০ টা সিলিন্ডার ভর্তি অক্সিজেন দিচ্ছেন সিলিন্ডার প্রতি ১ টাকায়। হিসেব করুন, ১০ লিটারের সিলিন্ডার হলেও অন্তত প্রতিদিন ১০ মেট্রিক টন অক্সিজেন দিচ্ছেন।
আপনারা আরব চাটতে থাকুন.. চাটতেই থাকুন। 🙏🙏🙏
রাজেন্দ্র দত্ত