উত্তরপ্রদেশে গুন্ডারাজ! ফের প্রকাশ্যে গুলি করে মারা হল সাংবাদিককে

সাংবাদিক বিক্রম যোশীর মৃত্যুর ক্ষত এখনও দগদগে। ভাইঝির শ্লীলতাহানির প্রতিবাদ করায় ওই সাংবাদিককে প্রকাশ্য রাস্তায় গুলি করে মারা হয়েছিল উত্তরপ্রদেশে। সেই ঘটনার পর একমাসও কাটেনি। যোগীর (Yogi Adityanath) রাজ্যে ফের প্রকাশ্যে গুলি করে মারা হল এক সাংবাদিককে। বালিয়ার (Ballia) এই ঘটনায় তোলপাড় গোটা রাজ্য।

রতন সিং নামের ওই সাংবাদিক একটি হিন্দি খবরের চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। সোমবার রাতে বালিয়ার ফেফানা এলাকায় এক পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নিজের সহযোগীর হাতেই মৃত্যু হয়েছে রতনের। ওই সহযোগীর সঙ্গে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল তাঁর। সোমবার রাতেও দুই পক্ষের মধ্যে বচসা হয়। বিবাদ বাড়তে বাড়তে হাতাহাতির পর্যায়ে চলে যায়। রাগের মাথায় রতনকে গুলি করে দেয় তাঁর সহযোগী। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশের দাবি, এই ঘটনার সঙ্গে সাংবাদিকতার কোনও যোগ নেই। জমি বিবাদের জেরে এই খুনটি করা হয়েছে।


আজমগড় জেলার ডিআইজি সুভাষচন্দ্র দুবে জানিয়েছেন, ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আরও একজন অভিযুক্ত ধরা পড়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত ব্যক্তি সাংবাদিক হলেও এর সঙ্গে সাংবাদিকতার কোনও যোগ নেই। এটা পুরোটাই জমি বিবাদের জের। স্থানীয় এক পঞ্চায়েত প্রধানের বাড়িতেই এই ঘটনাটি ঘটেছে। এখানেই প্রশ্ন উঠছে, একজন জনপ্রতিনিধির বাড়িতে এত বড় ঘটনা কী করে ঘটে? রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় পৌঁছে গিয়েছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.