মালদহের আদিবাসী প্রধান গ্রাম ইন্দ্রসোহেলে ১৫ জন মহিলাকে ডাইনি অপবাদ দেয় গুনিন থেকে শুরু করে মোড়ল ও মাতব্বরেরা। এই ঘটনার প্রতিবাদ করতেই এক যুবককে বেধড়ক মারধোর করা হয়। জানা যায়, ওই যুবক ওই ১৫ জন মহিলাদের মধ্যে থেকে একজনের ছেলে। বর্তমানে আক্রান্ত যুবক ভর্তি হয়েছেন গাজল গ্রামীণ হাসপাতালে। সূত্র মারফত খবর, ইন্দ্রসোহেল গ্রামে বহু মানুষ বিগত বেশ কিছুদিন ধরেই সর্দি-কাশি ও জ্বরে ভুগছেন। আবার বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে মারাও গিয়েছেন।
এরপরই গ্রামে ডেকে আনা হয় দক্ষিণ দিনাজপুর থেকে এক গুনিনকে। ওই গুনিন গ্রামের ১৫ জন মহিলাকে ডাইনি অপবাদ দেয়। আর তারপরই গ্রামের মোড়ল ও অন্যান্যরা ওই মহিলাদের গ্রাম ছাড়া করার জন্য তোড়জোড় শুরু করে। এই নিয়ে ওই গ্রামে একটি সালিশি সভা বসে। অভিযোগ উঠেছে, সেই সালিশি সভাতেই ওই মহিলাদের ডাইনি অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করার নিদান দেয় মোড়ল এবং মাতব্বরেরা। ওই সালিশি সভায় এই ঘটনার প্রতিবাদ করে ওই মহিলাদের মধ্য থেকে একজনের ছেলে। তাকে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধোর করা হয়।
আক্রান্ত যুবক জানিয়েছেন, ”গ্রামে অসুখ হচ্ছে। এর জন্য আমার মাকে দায়ী করা হয়েছে। ডাইনি বলে কিছু হয় না। সভায় সে কথা বলতেই আমার উপরে মোড়ল, মাতব্বরদের কয়েক জন চড়াও হন। থানায় সমস্ত কিছু জানানো হয়েছে।” অন্যদিকে মোড়ল দাসু হাঁসদা বলেছেন, ”আমার বলার কিছু নেই।” প্রধান তৃণমূলের লক্ষ্মী হালদার বলেন, ”পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজ নেব। কুসংস্কার বন্ধে সচেতনও করা হবে।”
2022-07-23