ভারতে বার্ড ফ্লুর আতঙ্ক ক্রমশই বাড়ছে। এবার দিল্লি ও মহারাষ্ট্রতেও বার্ড ফ্লুর হদিশ মিলল। দিল্লিতে মৃত কাক এবং হাঁসের শরীর থেকে আটটি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সমস্ত নমুনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। আবার মহারাষ্ট্রের পারভানি জেলার মুরুম্বা গ্রামে বার্ড ফ্লুতে মৃত্যু হয়েছে ৮০০টি মুরগির।
দিল্লির পশুপালন দফতর জানিয়েছে, মৃত কাক এবং হাঁসের শরীর থেকে আটটি নমুনা পরীক্ষার পরে দিল্লিতে বার্ড ফ্লু নিশ্চিত করা হয়েছে। সমস্ত রিপোর্ট পজিটিভ এসেছে। দিল্লি ছাড়াও মহারাষ্ট্রেও বার্ড ফ্লু মিলেছে। ৩ দিন আগে মহারাষ্ট্রের পারভানি জেলার মুরুম্বা গ্রামে বার্ড ফ্লুতে মৃত্যু হয়েছিল ৮০০টি মুরগির। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত মুরগির শরীর থেকে নমুনা সংগ্ৰহ করে জাতীয় পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। রিপোর্ট আসার পর জানা গিয়েছে, বার্ড ফ্লুতে মৃত্যু হয়েছিল ৮০০টি মুরগির। মুরুম্বা গ্রাম থেকে ১০-কিলোমিটার রেডিয়াসের মধ্যে মুরগি ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুরুম্বা গ্রামের বাসিন্দা সকলকে টেস্ট করা হচ্ছে।প্রসঙ্গত, এর আগে গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তর প্রদেশে ধরা পড়েছিল বার্ড ফ্লু। সেই সঙ্গে সতর্ক করা হয়েছে ছত্তিসগড়কেও। উত্তরাখণ্ডের ঋষিকেশেও বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়েছে, এবার দিল্লি এবং মহারাষ্ট্রতেও বার্ড ফ্লুর হদিশ মিলল। কেন্দ্র আগেই জানিয়েছে, দেশে বার্ড ফ্লুর সংক্রমণ মানুষের মধ্যে এখনও ছড়ায়নি।
2021-01-11