আমার বন্ধুতালিকায় নির্দিষ্ট তিনজন ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত ফেসবুকারের মারাত্মক অ্যালার্জি আছে। না ডিমে, চিংড়িতে, বেগুনে কিংবা সালফার ড্রাগে নয়, তাঁদের রোগপ্রকোপ বাড়ে শ্রীরামকে রাজা বলে মানলে (রামচন্দ্র শম্বুক বধ করেছিলেন, কিন্তু শ্রীরাম ছিলেন না), সঙ্ঘ সত্যাগ্রহ করেছিল বললে, শিবাজীর অস্মিতা নিয়ে কথা বললে। বন্ধুপ্রবররা ফেসবুকে অতিসক্রিয় হলেও মাও – হামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেন না। সম্ভবত বুক আনচান করে। দেখি, এই পোস্ট পড়ে তাঁরা নিজেরা নিজেদের চিনতে পারেন কিনা। অবশ্য তাঁদের ধারালো বুদ্ধির জোরে এই গল্পটা না আবার রাষ্ট্রের শাসনের বিরুদ্ধে উপযুক্ত প্রতিক্রিয়ায় রূপান্তরিত হয়!
অভিক মুখার্জী