মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত আরএসএসের সদর দপ্তরে গেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun chakroborty)। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তরে যান তিনি। শুধু তাই নয়, সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই বলিউড তারকা। আরএসএসের সদর কার্যালয়ে মিঠুনকে স্বাগত জানানোর পাশাপাশি তাঁর হাতে সংঘের তরফে একটি ফোটো ফ্রেমও তুলে দেওয়া হয়।
মিঠুন চক্রবর্তীর মতো খ্যাতনামা অভিনেতা আরএসএস দপ্তরে যাওয়ার পরেই জল্পনা শুরু হয়েছে বাংলার রাজনীতিতে। মিঠুন বা সংঘের পক্ষে এই বিষয়ে কিছু না জানানো হয়নি। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা (Rajya Sabha) সাংসদ আচমকা কেন আরএসএসের আতুঁড়ঘরে যেতে গেলেন? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এর আগে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আরএসএস দপ্তরে যাওয়ার নিয়ম তীব্র সমালোচনা হয়েছিল। তবে আজীবন কংগ্রেসী হয়ে গেরুয়া শিবিরের আঁতুড়ঘরে যাওয়ায় যে সমালোচনার মুখে প্রণব মুখোপাধ্যায়কে পড়তে হয়েছিল, তেমনটা মিঠুনের ক্ষেত্রে ঘটেনি।
অনেকদিন ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না বলিউডের এই অভিনেতাকে। তাঁর শরীর অসুস্থ ছিল বলে শোনা যাচ্ছিল। এদিন আরএসএস (RSS) দপ্তরেও মুখে মাস্ক পড়ে দেখা যায় তাঁকে। কিন্তু, এই অবস্থায় কী এমন হল যে, যার জেরে তিনি আরএসএসের সদর দপ্তরে গেলেন তাই বুঝে উঠতে পারছেন না কেউই। ২০১৪ সালে তৃণমূলের টিকিটে রাজ্যসভায় সাংসদ হন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তারপরে তৃণমূলের সঙ্গে সারধাকাণ্ডে মিঠুন চক্রবর্তীরও নাম জড়িয়েছিল। তিনিই একমাত্র অভিযুক্ত, যিনি ইডির দপ্তরে গিয়ে সারধার টাকা ফেরত দিয়েছিলেন। আর তারপরই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি৷ সেই থেকে রাজনীতির অঙ্গিনা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন মিঠুন। তবে এদিন তাঁর আরএসএস দপ্তরে যাওয়ায় মহাগুরুর বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়েছে।