সারা পৃথিবী জুড়েই আবার বাড়ছে করোনা সংক্রমণের হার। ইউরোপ, আমেরিকার নানা দেশে— যেখানে ভালো মাত্রায় টিকাকরণ হয়েছে, সে সব দেশেই এখন আবার বাড়ছে করোনা সংক্রমণের হার। পাশাপাশি আফ্রিকার গরিব দেশগুলিতে দ্রুত বাড়ছে ওমিক্রন সংক্রমণ। পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ-সহ চিন, হংকংয়েও আছড়ে পড়েছে করোনার পরের ঢেউ। এই অবস্থায় ভারতে কী হতে চলেছে? এখানেও কি আসছে করোনার চতুর্থ ঢেউ? কী বলছেন বিশেষজ্ঞরা?
সম্প্রতি ভেলোরের Christian Medical College (CMC )-এর চিকিৎসক এবং দেশের অত্যন্ত নামজাদা সংক্রামক রোগ বিশেষজ্ঞ টি জেকব জন সর্ব ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর মতামত।ট্রেন্ডিং স্টোরিজ
কী বলেছেন তিনি? আবার কি ভারতে লকডাউন হতে পারে?
চিকিৎসক জানিয়েছেন, তার আশঙ্কা খুব কম। ভারতে চতুর্থ ঢেউ এসে পড়ার বিশেষ লক্ষণ আর দেখা যাচ্ছে না। এমনই মত তাঁর।
কিন্তু আইআইটির গবেষকরা এর আগে দাবি করেছিলেন, জুন-জুলাই নাগাদ ভারতে করোনার চতুর্থ ঢেউ এসে পড়তে পারে। এই প্রসঙ্গে টি জেকব জনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এগুলি শুধুমাত্র অঙ্কের উপর ভিত্তি করে বলা সম্ভব নয়।
তবে তাঁর পরামর্শ, করোনা যেভাবে বারবার রূপ বদলেছে, তাতে সেদিকে কড়া নজরদারি প্রয়োজন। কোনও রকম বিপদ বুঝলেই সেই অনুযায়ী পদক্ষেপ করতে হবে।
ইতিমধ্যেই অন্য বিশেষজ্ঞরাও বলেছেন, ভারতে যেভাবে ওমিক্রন ছড়িয়েছিল এবং দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে ৯০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন, তাতে আগামী সময়ে আর ওমিক্রনের কারণে ভারতে চতুর্থ ঢেউ আসার আশঙ্কা কম। প্রায় একই কথা জানিয়েছেন টি জেকব জনও।