একুশের নির্বাচনের ভরকেন্দ্র নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই সবার নজর হাইভোল্টেজ এই কেন্দ্রের দিকেই। ২ রা মে গণনার ৪৮ ঘণ্টা আগেই নন্দীগ্রামের আমদাবাদ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
এদিন সকালে এই চুরির বিষয়টি নজরে এসেছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এদিন সকালে দেখা যায় পঞ্চায়েত অফিসের তালা ভাঙা। আলমারি খোলা পড়ে রয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। তখনই বোঝা যায় গুরুত্বপূর্ণ বেশ কিছু ফাইলও খোয়া গিয়েছে। এমনকী চুরি গিয়েছে কম্পিউটারের হার্ড ডিস্কও।
চুরির ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তাদের দাবি, হার নিশ্চিত বুঝেই কাগজপত্র সরিয়েছে তৃণমূল। যাতে দূর্নীতি প্রকাশ্যে না আসে। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি, একুশেও ক্ষমতায় ফিরছে তৃণমূল।