দেখতে দেখতে ৪৫ বছর হয়ে গেল, কিন্তু জরুরি অবস্থার সেই সময় দেশবাসী এখনও ভুলতে পারেনি। ভুলতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)। জরুরি অবস্থার ফের নিন্দা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার সকালে টুইটারে লিখেছেন, ‘৪৫ বছর আগে, আজকের দিনেই একটি পরিবারের ক্ষমতার লোভ দেশে জরুরি অবস্থা চাপিয়ে দিয়েছিল। রাতারাতি জেলে পরিণত করা হয়েছিল দেশকে। সংবাদ মাধ্যম, আদালত, বাক স্বাধীনতা…সমস্ত কিছুই পদদলিত হয়েছিল। দরিদ্র মানুষের প্রতি অত্যাচার করা হয়েছিল।’
১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। ১৯৭৫ সালের ২৫ জুন জারি করা হয়েছিল জরুরি অবস্থা, লক্ষাধিক মানুষ বিরোধিতা করেছিলেন। গণতন্ত্র কায়েম করতে আন্দোলনে সামিল হয়েছিলেন নবীনরাও। আর এরই জেরে দু’বছর পর, ১৯৭৭ সালের ২১ মার্চ উঠে যায় জরুরি অবস্থা।