চারজন শান্তির দূত কেন্দ্রীয় বাহিনীর ওপর আক্রমণ করার পর তাদের গুলিতে মারা গেলে সেটা নিয়ে আলোচনা হয়, সেটা নিয়ে মিডিয়াগুলোর প্রাইম টাইমে ডিবেট হয়, সংবাদপত্রের প্রথম পাতার হেডলাইন হয়।
যে চারজন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা গেছেন তাদেরকে আমাদের মুখ্যমন্ত্রী মানুষ পর্যন্ত মনে করে না। তাদের সম্প্রদায় আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে শুধুমাত্র দুধেল গরু।
কিন্তু, 18 বছরের আনন্দ বর্মন? যে প্রথমবার ভোটের লাইনে দাঁড়িয়েছিল? যাকে তৃণমূলের দুষ্কৃতীরা খুন করল তাকে নিয়ে কথা বলা যায় না।
কারণ? শান্তির দূত বা শান্তির ধর্মের নয় বলে?