মাত্র ১৫ বছর বয়সে অসুস্থ বাবাকে পিছনে বসিয়ে হরিয়ানার গুরগাঁও থেকে বিহারে নিজের গ্রামে সাইকেলে ফিরেছে বিহারের জ্যোতি কুমারী

মাত্র ১৫ বছর বয়সে অসুস্থ বাবাকে পিছনে বসিয়ে হরিয়ানার গুরগাঁও থেকে বিহারে নিজের গ্রামে সাইকেলে ফিরেছে বিহারের জ্যোতি কুমারী (Jyoti Kumari ) । যা হয়তো অনেক বড় বড় সাইকেলিস্টও করতে পারতেন না। বাঁচার তাগিদে সেটাই করে দেখিয়েছে জ্যোতি। যা নজরে পড়েছে ভারতের সাইক্লিং ফেডারেশনেরও (Cycling Federation of India)। জ্যোতির অসামান্য প্রতিভা দেখে ফেডারেশন তাকে দিল্লির আইজিআই স্টেডিয়ামে ট্রায়ালে ডেকেছে।

জ্যোতির বাবা গুরগাঁওয়ে ই-রিক্সা চালাতেন। সম্প্রতি তাঁর একটি দুর্ঘটনা হয়। বাবার দেখাশোনা করতেই গুরগাঁও গিয়েছিল সে। তারপর লকডাউন। কাজ বন্ধ, হাতে টাকা নেই। মজুদ নেই খাদ্যও। অগত্যা বাবাকে নিয়ে সাইকেলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় জ্যোতি। গুরগাঁও থেকে ১২০০ কিলোমিটার পথ মাত্র সাতদিনে পেরিয়ে বাড়ি পৌঁছেছে এই বিস্ময়কন্যা। এত পথ মাত্র সাতদিনে সাইকেলে চেপে তাও বাবাকে সঙ্গে নিয়ে পেরনো যে কতটা কঠিন কাজ, তা হয়তো আমার-আপনার পক্ষে কল্পনা করাও কঠিন। প্রয়োজনের তাগিদে সেই অসাধ্য সাধন করেছে জ্যোতি। তাঁর সাইকেল চালানোর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। নজরে পড়েছে সাইক্লিং ফেডারেশনেরও। খোদ ফেডারেশনের চেয়ারম্যান ওঙ্কার সিং ফোন করে তাঁকে ট্রায়ালে ডেকেছেন। জ্যোতি জানিয়েছে, এখন সে ভীষণ ক্লান্ত। কদিন বিশ্রাম নিয়েই ট্রায়াল দিয়ে আসবে। এখানে সুযোগ করে নিতে পারলেই বদলে যাবে তার জীবন।

এদিকে ১৫ বছরের মেয়েটির বাবার প্রতি ভালবাসা আর লড়াকু মানসিকতা নজরে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পেরও (Ivanka Trump) । টুইটারে তিনি লিখছেন, “১৫ বছর বয়সের জ্যোতি কুমারী নিজের অসুস্থ বাবাকে সঙ্গে নিয়ে ৭ দিনে ১২০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেছে। ভালবাসা আর সহনশীলতার এই নিদর্শন ভারতবাসীর কল্পনাশক্তি এবং সাইক্লিং ফেডারেশন দুটোকেই নিজের দিকে আকৃষ্ট করেছে।”Ivanka Trump@IvankaTrump

15 yr old Jyoti Kumari, carried her wounded father to their home village on the back of her bicycle covering +1,200 km over 7 days.

This beautiful feat of endurance & love has captured the imagination of the Indian people and the cycling federation!🇮🇳 https://www.livemint.com/news/india/bihar-girl-who-cycled-1-200km-carrying-injured-father-offered-trial-by-cycling-federation-11590083089347.html …Bihar girl who cycled 1,200km carrying injured father offered trialStuck in Gurugram due to lockdown, a tenacious Jyoti Kumari asked her father to sit on the rear side carrier of her cycle and took him to his native place, covering 1,200km in seven dayslivemint.com114K7:17 PM – May 22, 2020Twitter Ads info and privacy34.2K people are talking about this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.