‘মাতৃভূমি’ আর শুধু মহিলাদের জন্য নয়, উঠতে পারবেন পুরুষেরাও! ভাবনা শিয়ালদহ ডিভিশনের
‘মাতৃভূমি’ লোকাল আর শুধু মহিলাদের জন্য থাকবে না। এ বার ‘মাতৃভূমি’তেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরাও! ১২ কামরা ট্রেনের কয়েকটি কামরা সাধারণ কামরা (জেনারেল কোচ) করার ভাবনাচিন্তা শুরু করে দিল রেল। আপাতত শিয়ালদহ ডিভিশনেই এই ভাবনা বাস্তবায়িত করা হবে বলে জানানো হয়েছে। ২০১০ সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ‘লেডিজ় স্পেশ্যাল’ বাRead More →