ছত্তর মঞ্জিলের গর্ভে বিশালাকায় গন্ডোলার খোঁজ! বেগমদের প্রমোদতরী নাকি রয়েছে অন্য রহস্য?
2019-05-09
গোমতীর তীরে ছত্তর মঞ্জিলের গর্ভে খোঁড়াখুঁড়ির কাজটা শুরু হয়েছিল বহুদিন। বেগমদের মহল, তাই প্রত্নতত্ত্ব বিভাগের লোকজনও মাটি খোঁড়ার সময় যথেষ্টই সতর্ক ছিলেন। কে বলতে পারে, ‘মিললেও মিলতে পারে অমূল্য রতন!’ কিন্তু না, গুপ্তধন নয়, বহুমূল্য অলঙ্কারও নয়, মাটির অতল গহ্বর থেকে যার দেখা মিলল সেটি একটি বিরাটাকার গন্ডোলা। এককালে প্রমোদতরীRead More →