একটা লাঠিতে ভর দিয়ে চলতেন মহারাজ
একটা লাঠিতে ভর দিয়ে চলতেন মহারাজ,শুধু বয়েসের ভার নয়, আরও অনেক কিছু ছিল তাতে;এত মানুষের দুঃখ, কষ্ট, পাপ, ক্রোধ শুষে নেওয়ার হাত নীচের থেকে আরও নীচে…‘যেথায় থাকে সবার অধম, দীনের থেকে দীন,’শহরে, গ্রামে, মঠে মঠে…ছড়িয়ে যাওয়া সেই হাত। সেইদিনএকটা হাত শক্ত করে ধরেছিল৷ মৃত্যুভয় নয়, সে তো কবেই জিতে নিয়েছেনRead More →