যুদ্ধ বুদ্ধি ছিল প্রখর / হাতে ধরা তাঁর ব্যাঘ্রনখর -জয়তু শিবাজী
কোন্ দূর শতাব্দের কোন্-এক অখ্যাত দিবসেনাহি জানি আজিমারাঠার কোন্ শৈলে অরণ্যের অন্ধকারে ব’সে,হে রাজা শিবাজি,তব ভাল উদ্ভাসিয়া এ ভাবনা তড়িৎপ্রভাবৎএসেছিল নামি–“একধর্মরাজ্যপাশে খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারতবেঁধে দিব আমি।” রবীন্দ্রনাথের উপলব্ধিই যথার্থ ছিল। বিবাদমান দেশে বিভিন্নতার মধ্যে একতার জয়ের মর্ম উপলব্ধি করেই শিবাজী মহারাজ বিদেশী শত্রুর সঙ্গে বারংবার যুদ্ধে অবতীর্ন হয়েছিলেন ।Read More →