হাটখোলা গ্রামে ঝুলন্ত মৃতদেহ ঘিরে উত্তেজনা – প্রতিবাদে শিডিউল্ড কাস্ট ইন্টেলেকচুয়ালস সংগঠন
2020-08-13
দিনের পর দিন তপশিলী সমাজের উপর নারকীয় ও পাশবিক অত্যাচার ক্রমশঃ বেড়েই চলেছে। তার সাম্প্রতিক নিদর্শন দেখা গেল দক্ষিণ ২৪ পরগণার সাগর ব্লকে। সেখানে গত ৩০শে জুলাই, ২০২০ বৃহস্পতিবার ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের হাটখোলা গ্রামে গৌতম পাত্রকে, (বয়স পঞ্চাশ বছর) তার বাড়ি থেকে কিছু দূরে সকাল বেলায় গাছে ঝুলন্ত অবস্থায় দেখতেRead More →