মেট্রো সম্প্রসারণে ভাঙল রানি রাসমণি-র বাড়ি
2019-05-18
মেট্রোর কাজে ভাঙা পড়েছে রানী রাসমণির বাড়িতে। এমনটাই জানানো হয়েছে রানী রাসমণির পরিবারের পক্ষে। মেট্রোর বোরিং মেশিনের কম্পনের জেরে এই অবস্থার সম্মুখীন কলকাতার ঐতিহাসিক এবং হেরিটেজ তকমাপ্রাপ্ত ১৮ রানী রাসমণি রোডের এই বাড়িটি। রাসমণির পরিবারের প্রত্যেককেই এই মুহূর্তে অন্য একটি হোটেলে এনে রাখা হয়েছে। পরিবারের পক্ষে শশী হাজরা বলেন ,Read More →