পঞ্চম দফায় ভোট দিচ্ছে পুলওয়ামা। থমথমে সেই এলাকায় ভোট শুরু হতেই ছোঁড়া হল গ্রেনেড। ১৪ ফেব্রুয়ারির দুপুরে আচমকা রক্তাক্ত হয় কাশ্মীর। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হয় আত্মঘাতী বিস্ফোরণ। ৪০ জনেরও বেশি শহিদ হন। সেই বিস্ফোরণের জবাব দিতে এয়ারস্ট্রাইক করে ভারত। সেই পুলওয়ামাতেই পঞ্চম দফায় চলছে ভোট। একদিকে যখন এই পুলওয়ামাকে হাতিয়ারRead More →