জগন্নাথপুরীর পটচিত্র – প্রথম পর্ব
2022-06-28
মহাম্ভোধেস্তীরে কনকরুচিরে নীলশিখরেবসন্ প্রাসাদান্তে সহজবলভদ্ৰেণ বলিনা।সুভদ্ৰামধ্যস্থঃ সকলসুরসেবাবসরদোজগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে॥ নীল সবুজের আদি দিগন্ত জলরাশিঢেউয়ে ঢেউয়ে ভীমবেগে অবিরাম আছড়ে পড়ছে বিস্তীর্ণ বেলাভূমিতে। ফেনিল জলরাশি গুরু গুরু শব্দবেগে মুহূর্ত মধ্যে ঝাঁপিয়ে পড়েছে বেলাভূমির বুকে। তবু সখ্য হয়ে অবস্থান করছে বেলাভূমি ও সমুদ্র। এই সমুদ্রের বেলাভূমি যেথায় শেষ হয় সেথায় খানিকRead More →