মানব সমাজের বিকাশ কখনো সরলরেখায় চলে না। তার পথ আঁকাবাঁকা। পথ ঠিক থাকলে অনেক চড়াই-উতরাই পেরিয়ে, অনেক পাকদণ্ডি অতিক্রম করতে হলেও সে তার কাঙ্খিত লক্ষ্যে ঠিক এসে পৌঁছবেই , আর পথ ভুল হলে কালের গর্ভে বিলীন হয়ে যাবে । নকশালবাড়ি আন্দোলনের ইতিহাসও এর ব্যাতিক্রম নয়। বজ্রগর্ভ মেঘের সঞ্চারঃ ১৯৬৫/৬৬ সালRead More →