ডুয়ার্সে বন্ধ হয়ে গেল পার্থর ভাগ্নি জামাইয়ের চা-বাগান, কর্মহীন বিপুল শ্রমিক
2022-12-29
শ্বশুর পার্থ চট্টোপাধ্যায় জেলে। বন্ধ হয়ে গেল ভাগ্নি জামাই প্রসন্ন কুমার রায়ের চা–বাগান। কাজ হারালেন বহু শ্রমিক। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা–বাগানের মালিক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই প্রসন্ন। এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের এই জামাই গ্রেফতার হওয়ার পর থেকেই টালমাটাল পরিস্থিতি তৈরি হয় চা–বাগানে। বছর শেষের মুখে বন্ধই হয়ে গেল বামনডাঙাRead More →