আজ ‘বিশ্ব ওজন দিবস’, বদলে যাবে কিলোগ্রামের সংজ্ঞা, ওজনে নাকি কমে যাচ্ছিল কিলোগ্রাম
2019-05-20
১৮৮৯ সাল থেকে প্যারিসের উপকণ্ঠে সেন্ট ক্লাউডে রাখা আছে প্ল্যাটিনাম-ইরিডিয়ামের তৈরি একটি সিলিন্ডার। যার নাম ল্য গ্রঁদ কে। এই সিলিন্ডারটিকেই ধরা হত এক কিলোগ্রামের আদর্শ নমুনা। কারণ, এতদিন এই ধাতবখন্ডটির ওজনকে ‘এক কেজি’ নির্ধারণ করে তার অনুপাতে সারা বিশ্বে ওজনের কাজ চালানো হত। ১৮৮৯ থেকেই পৃথিবীর সর্বত্র একই ওজন ব্যবস্থা প্রচলনের জন্য ওই ধাতবখণ্ডের রেপ্লিকা বানিয়েRead More →