শহরে বসবাস করলেও পান করতে হয় খালের জল। বঞ্চিত বিভিন্ন সরকারি পরিষেবা থেকে। ঝাড়গ্রাম পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের তালডাঙ্গা এলাকায় পানীয় জলের তীব্র সংকট। নহড় খালের জল ব্যবহার করেন ওই এলাকার বাসিন্দারা। তালডাঙ্গা এলাকায় আদিবাসী সম্প্রদায়ের ২৫টি পরিবার বসবাস করেন। কিন্তু ওই এলাকায় না আছে রাস্তা, না আছে পানীয় জলেরRead More →