বনবাসী-গিরিবাসী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ছত্তিশগড়ের যশপুর নগরে বনযোগী বালাসাহেব দেশপাণ্ডে প্রতিষ্ঠা করলেন বনবাসী কল্যাণ আশ্রম – আজ বিশ্ব বনবাসী দিবসে তাঁকে প্রণাম জানাই
2021-08-09
প্রাচীন ভারতবর্ষে অরণ্য ছিল সম্পদ। বন্য পশু এবং বনবাসী মানুষ, দুইয়েরই কদর ছিল। কবি বাল্মীকি শ্রীরামচন্দ্রের সঙ্গে গুহক চণ্ডালের বন্ধুত্বের কথা লিখেছেন। মহাভারতেও আমরা ধীবররাজের কথা জানতে পারি। যার মেয়ে সত্যবতীর সঙ্গে মহারাজ শান্তনুর বিবাহ হয়েছিল। তা ছাড়া, ঋষিদের কথাই বা কীভাবে ভোলা সম্ভব। প্রাচীন ভারতের ঋষিরা তপস্যার জন্য অরণ্যেরRead More →