‘ভবিষ্যতের ভূত’ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ: সব হলকে রাজ্য জানাবে ‘আপত্তি নেই’
2019-03-25
গত ১৫ মার্চ দেশের শীর্ষ আদালত রায় দিয়েছিল, সমস্ত সিনেমা হলে দেখানো যাবে ‘ভবিষ্যতের ভূত’ ছবিটি। তারপর কেটে গিয়েছে এক সপ্তাহের বেশি সময়। রাজ্যের প্রায় কোনও হলই দেখাতে সাহস করছে না বলে সুপ্রিম কোর্টে জানিয়েছিল প্রযোজক সংস্থা। সোমবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, রাজ্যসরকারকে চিঠি লিখে সমস্ত হলকে জানাতে হবে এইRead More →