‘বঙ্গদর্শন’ পত্রিকায় বঙ্কিমচন্দ্র ১২৮০ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় (পৃষ্ঠা ৪৯-৫৩) ‘দুর্গা’ নামে একটি প্রবন্ধ রচনা করেছিলেন।[১] যদিও ‘বিবিধ প্রবন্ধ’ নামে গ্রন্থ প্রকাশের সময় তিনি লেখাটিকে বাদ দিয়েছিলেন।এই প্রবন্ধে তিনি লিখেছেন, কোনো বৈদিক সংহিতায় দেবী দুর্গার বিশেষ কোনো উল্লেখ নেই। তবে ঋগ্বেদ সংহিতার দশম মন্ডলের অষ্টমাষ্টকের[২] রাত্রি পরিশিষ্টে একটি দুর্গা-স্তব রয়েছে।[৩] তারRead More →