ছোট্ট ছেলেটি ছিল বিশ্বকবির ছায়া। তার হাতেই শুরু শান্তিনিকেতনের বসন্তোৎসব। বিশ্বকবি তখন ধারেকাছেও ছিলেন না। নিজের ভাবনায় শান্তিনিকেতনে একার দায়িত্বে শুরু করে বন্তত উৎসব। অতি আদরের সে ছেলে রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র শমীন্দ্রনাথ ঠাকুর। দোল উপলক্ষে রঙের উৎসবে মাতবে শান্তিনকেতন। কবি পুত্র ? শান্ত ছেলে হয়তো সে সব দেখবে কোনও একRead More →