বঙ্কিমচন্দ্রকে কি ‘সাম্প্রদায়িক’ বলা যুক্তিযুক্ত? বঙ্কিমের প্রতি মুসলমানদের অসন্তোষের কারণ কি আবেগ প্রসূত?
2019-04-08
প্রয়াণ দিবসে বঙ্কিমচন্দ্রের প্রতি শ্রদ্ধা বঙ্কিম-বিদ্বেষের মূল উপজীব্য হচ্ছে অজ্ঞানতা। ‘সাম্প্রদায়িক’ তকমা এঁটে তাঁর দুর্লভ সাহিত্য-শক্তিকে বিড়ম্বিত করা হয়েছে। বঙ্কিমের লেখনিতে কটাক্ষ বা প্রশংসা যা আছে, দুইই ঐতিহাসিক দৃষ্টিতে করা, কোনো আবেগ সেখানে স্থান পায়নি। বঙ্কিম সবসময় বুদ্ধিজীবীর সততা রক্ষা করেছেন, অধিকারের সীমা লঙ্ঘন করেন নি; সংকীর্ণতা কখনও কলুষিত করতেRead More →