পাক মোকাবিলায় কাশ্মীরে আরও ৪০০ বাংকার বানাচ্ছে সেনা
2019-03-05
কাশ্মীরে আরও ৪০০ বাংকার বানানোর অনুমতি পেল সেনাবাহিনী। পুঞ্চ এবং রজৌরি সেক্টরে এই বাংকারগুলো তৈরি হবে। শনিবার সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত উপত্যকার শীতকালীন রাজধানী জম্মুতে গিয়েছিলেন। সেখানে তিনি সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেনার আধিকারিকদের কাছ থেকে গোটা পরিস্থিতির খোঁজ নেন। বৈঠক করেন সেনাবাহিনীর ১৫ কর্পসের 48তম কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল কানওয়ালজিৎRead More →