ভেবেছিল জল, কিন্তু আসলে ছিল পেট্রোল! গলা ঢেলে দিতেই প্রাণ গেল ৯ মাসের শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। পুলিস সূত্রে খবর, শিশুরটির নাম সাদিয়া খাতুন। বাড়ি, রামপুরহাটের মারগ্রাম থানার লাগাডাঙ্গা গ্রামে। বাড়ি রয়েছে ৫ ও ৭ বছরের আরও দুই শিশু। স্কুল থেকে মিড-ডে মিলের খিচুড়ি বাড়িতে নিয়ে এসেছিল তারা।Read More →