সফল উৎক্ষেপণেও সাফল্য এল না।  ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন রবিবার বলেছে যে তাদের প্রথম স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলে রাখা উপগ্রহগুলি ‘আর ব্যবহারযোগ্য নয়’। ইসরোর তরফে জানানো হয়েছে, SSLV-D1 উপগ্রহগুলিকে বৃত্তাকার অক্ষে বসানোর পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপথে স্থাপন করেছে। ইসরোর তরফে জানানো হয়, রকেট লঞ্চের সমস্ত পর্যায় স্বাভাবিকভাবে সঞ্চালিত হয়। উভয় স্যাটেলাইটRead More →