যে কোনও আশ্রয় থেকেই ৪৯৮এ ধারায় মামলা করতে পারবে নির্যাতিতা বধূ: সুপ্রিম কোর্ট
2019-04-09
শ্বশুরবাড়িতে নির্যাতন চলে মাত্রাছাড়া। শারীরিক ও মানসিক নির্যাতনে অতীষ্ঠ মহিলারা এ বার সরাসরি যে কোনও আশ্রয় থেকেই ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় বধূ নির্যাতনের মামলা করতে পারে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে মঙ্গলবার। দেশের শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে, পণের দাবি-সহ নানাRead More →