চাঁদের গভীরে এখন ‘এসেছে শরৎ, হিমের পরশ’ বাইরে গনগনে তাপ, বিক্রম পাঠাল উষ্ণতার গ্রাফ
2023-08-27
চাঁদের দক্ষিণ মেরুর অনেকটাই কাছে রয়েছে ইসরোর চন্দ্রযান-৩। রবিবার ইসরো জানাল, চাঁদের দক্ষিণ মেরুর তাপমাত্রা কেমন তাও জানাতে শুরু করেছে বিক্রম। চাঁদের মাটির উপরে এবং নীচে বিভিন্ন গভীরতায় তাপমাত্রার হেরফের হওয়ার একটি গ্রাফ দিয়েছে ইসরো। তাতে দেখা যাচ্ছে, চাঁদের মাটির নীচে মাত্র ২০ মিলিমিটার গভীরে পৌঁছলেই তাপমাত্রা বাংলার শরৎকালের মত।Read More →