বঙ্গে তিনি আসিতেছেন।তাহারই দূরাগত অস্পষ্ট পদধ্বনি শোনা যাইতেছে।দিকে দিকে,দলে দলে,জনে জনে, সাজো সাজো,গোছাও গোছাও,ধরো ধরো…ব্যস্ততা পরিলক্ষিত হইতেছে।শীতের অবসানের হাত ধরিয়া সূর্যদেবের উত্তাপ বাড়িতেছে ক্রমশ।সেই সাথে বঙ্গে রাজনৈতিক উত্তাপও ঊর্ধ্বমুখী হইতেছে।আপামর বঙ্গবাসীর মনে তাহার আগমনের বার্তা পৌঁছাইতেছে।সেই সাথে তাঁহাদের মনে ভয়ও বাড়িতেছে।তাঁহারা অজানা ভয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়িতেছেন। তিনি আসিতেছেন…আসিতেছেন… বঙ্গের বৃহত্তমRead More →