হিন্দুদের বিরুদ্ধে সোনিয়া গান্ধীর ষড়যন্ত্রের পর্দাফাঁস! স্বামী অসীমানন্দকে রেহাই দিল আদালত।
2019-03-21
আজ NIA কোর্ট স্বামী অসীমানন্দকে রেহাই দিয়েছে। তৎকালীন কংগ্রেস সরকার উনার বিরুদ্ধে সমঝোতা এক্সপ্রেস বোমব্লাস্টের অভিযোগ উঠিয়েছিল। বলা হয় এই মামলা সোনিয়া গান্ধীর ইশারায় করা হয়েছিল। যেখানে পি চিদাম্বরম, দিগ্বিজয় সিং এর মতো কংগ্রেস নেতারাও জড়িত ছিলেন বলে দাবি করা হয়। ২০০৭ সালে সমঝোতা এক্সপ্রেসে ব্লাস্ট করেছিল আতঙ্কবাদীরা। সেই সময়Read More →